‘রংরুট’

২০০৬ সালের অগাস্ট মাসে বাংলা টেলিভিশন নিউজ চ্যানেল ‘জি ২৪ ঘন্টা’র পর্দায় ট্রাভেল ম্যাগাজিন হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল, প্রথমে শুক্র-শনি-রবি, তারপর শনি-রবি। ২০০৭ সালের জানুয়ারি মাস থেকে প্রকাশিত হয় মুদ্রিত ম্যাগাজিন। প্রথমে তা ছিল কেবলমাত্র গ্রাহকদের জন্য। ২০১০ সাল থেকে রেজিস্টার্ড পত্রিকা হিসেবে ‘রংরুট’ খোলা বাজারে বিক্রি হতে শুরু করে। টেলিভিশন চ্যানেলে ‘রংরুট’ অনুষ্ঠানটি চলে ২০১১ সালের গোড়া অব্দি, প্রথমে ‘২৪ ঘন্টা’, তারপর ‘জি বাংলা’ (‘ব্রেক জার্নি’ নামে) এবং শেষে তৎকালীন ‘স্টার আনন্দ’ চ্যানেলে। আর মুদ্রিত পত্রিকাটি প্রথমে দ্বিমাসিক হিসেবে প্রকাশিত হতো, পরবর্তীকালে নানান অসুবিধায় তা অনিয়মিত হয়ে ওঠে, এবং কোভিডকালে ডিস্ট্রিবিউশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় তা বাৎসরিক সংকলনে পরিণত হয়।

চিরাচরিত বেড়াবার রুটের বাইরে বহু অচেনা ও আধচেনা রুট বা স্পটকে জনপ্রিয় করে তুলেছে ‘রংরুট’। বাংলার হিমালয়ে হোমস্টে বা ঘরোয়া পর্যটনকে প্রকৃতিপ্রেমীদের কাছে প্রথম তুলে ধরে ‘রংরুট’। সেই সঙ্গে গত ১০-১২ বছর ধরে অসম তথা উত্তরপূর্ব ভারতের বন্যপ্রাণ সংরক্ষণের স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে হাত মিলিয়ে ইকো-সাস্টেনেবল টুরিজম প্রসারের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে আসছে তাঁরা। ‘রংরুট’ এখন একটি রেজিস্টার্ড এবং জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের বইপত্র অনলাইনে অর্ডার করা যায় এবং বাংলা ও অসমের বইমেলাগুলিতে পাওয়া যায়।

অগণিত পাঠকের ভালোবাসায় সমৃদ্ধ ‘রংরুট’ পত্রিকাটি পাঠকের এবং যুগের চাহিদা মেনে এবার অনলাইনে এল। পাঠক তার নিজস্ব বেড়াবার কাহিনি ও ছবি এখানে প্রকাশের সুযোগ পাবেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে ‘রংরুট’ বিশ্বব্যাপী অগণিত বেড়ানোপ্রেমী মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই আশা নিয়েই শুরু হলো এই ফ্রি অনলাইন ম্যাগাজিন। এই অনলাইন ম্যাগাজিনের উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা Native Eco Sustainable Tourism Society (https://www.nestsociety.org)


দ্রষ্টব্যঃ এই ওয়েব ম্যাগাজিনে কিছু ছবি ইন্টারনেট থেকে ব্যবহৃত হতে পারে। তাদের দিকে আমাদের আত্মিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ম্যাগাজিনে তথ্য এবং মন্তব্যসমূহ লেখক/লেখিকাদের দ্বারা প্রদান করা হয়েছে, প্রকাশক/সম্পাদক কোনো বার্তা, মন্তব্য, ভুল অথবা বিষয় অসম্পূর্ণতা সম্পর্কে কোনও দায়বদ্ধতা গ্রহণ করেন না।
কপিরাইট © ২০২৫.
সর্বস্বত্ব সংরক্ষিত: রংরুট.কম
ডিজাইন ও ডেভেলপ করেছে: উইকিইন্ড
রক্ষণাবেক্ষণ: টিম রংরুট