মূলত পাঠকের নিজেদের বেড়ানোর কাহিনি নিয়েই এতদিন প্রকাশিত হয়ে এসেছে রংরুট। তথাকথিত লেখক বা পেশাদার লেখকের ট্রাভেলগ খুব কমই ছাপা হয়েছে। বরং রংরুট পত্রিকায় লিখতে লিখতে লেখক এমনকী গ্রন্থকার হয়ে গিয়েছেন এমন পাঠকের সংখ্যা কম নয়।
অনলাইন রংরুট পত্রিকাতেও তাই পাঠকের লেখা বেড়ানোর কাহিনি এবং পাঠকের তোলা ছবিই প্রকাশিত হবে। বছরের শেষে সেখান থেকে বাছাই লেখা নিয়ে প্রকাশিত হবে একটি মুদ্রিত সংকলন।
• অতএব লেখা ও ছবি পাঠাতে শুরু করুন।
• লেখার শব্দ সংখ্যা ১০০০-এর মধ্যে সীমাবদ্ধ রাখুন।
• লেখা ইউনিকোডে টাইপ করে পাঠাতে হবে।
• হাতে লেখা টাইপ করে নেওয়া সম্ভব নয়।
• লেখার সঙ্গে ছবি পাঠানো আবশ্যক।
• ছবি বাছাই করে পাঠাবেন।
• ছবি jpg ফরম্যাটে হতে হবে।
• ছবির সংখ্যা ১০-১২টির বেশি না হওয়াই বাঞ্ছনীয়।
• এক একটি ছবির সাইজ 2MB-র বেশি যেন না হয়।
• লেখা ছাড়া শুধু ছবি পাঠালে গ্রাহ্য হবে না.
• লেখা মনোনীত না হলে মেইলে জানিয়ে দেওয়া হবে।
• লেখা ও ছবি মেইলে পাঠান
rongroute.webmag@yahoo.com এই আইডিতে।